Site icon Jamuna Television

সাঁথিয়ায় ভুয়া ডাক্তার আটক, লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় এক ভুয়া ডাক্তারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এম এইচ শাহীন নামে ওই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ করা হয়েছে তার চিকিৎসার সরঞ্জামও।

সোমবার (১০ জুলাই) রাতে সাঁথিয়ার করমজা ইউনিয়নের সর্দারপাড়ায় এম এইচ শাহীনকে আটক করা হয়। তিনি কোনো প্রতিষ্ঠানিক যোগ্যতা ছাড়াই ডাক্তার উপাধি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান জানান, শাহীন তার নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে চেম্বার খুলে চিকিৎসা দিতেন। তিনি এক সময় চোখের ডাক্তারের সহকারী ছিলেন। সে অভিজ্ঞতা ব্যবহার করে চিকিৎসা করছিলেন।

সোমবার রাতে কথিত ডাক্তার শাহীনের বাড়িতে অভিযান চালানো হলে তিনি তার কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। এর পরই তাকে জরিমানা করা হয়।

/এএম/এসজেড/

Exit mobile version