মেহেরপুরে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

|

ফাইল ছবি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় মমিনুল ইসলাম (৫৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ডায়রিয়া আক্রান্ত হয়ে মমিনুল ইসলাম হাসপাতালে ভর্তি হন ।

মমিনুলের ছেলে সুমন জানান, হাসপাতালে ভর্তির পর শুধুমাত্র একটি ডায়রিয়ার স্যালাইন দিয়েছে। এরপর ডাক্তার এবং নার্সরা আর কোনো খোঁজখবর নিতে আসেননি। সন্ধ্যায় বাবার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে জানাই। তাদের বারবার জানানোর পরেও তারা আসেননি। কর্তব্যরত নার্সদের সাথে যোগাযোগ করা হলেও তারা বলেন যে, স্যাররা দেখে গেছেন। এখানে আমাদের হাত দেয়ার সুযোগ নেই।

এ প্রসঙ্গে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মারুফ জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যাননি ওই রোগী। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply