রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ

|

রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওঁচা। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ৯ বছর পর এলো এই ঘোষণা। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান প্রয়ুথ। অবশ্য পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

গত ১৪ মে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রয়ুথের থাই নেশন পার্টির চরম ভরাডুবি হয়। পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০টি আসনের মধ্যে মাত্র ৩৬টিতে জয় পায় দলটি। তখনই ধারণা করা হচ্ছিল, রাজনীতি থেকে সরে যেতে পারেন প্রয়ুথ।

সাবেক এই সেনাপ্রধান ২০১৯ সাল পর্যন্ত জান্তার নেতৃত্ব দিয়েছেন। পরের নির্বাচনে আরও ৪ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) থাইল্যান্ডের নতুন সরকার প্রধান বাছাইয়ের কার্যক্রম শুরু হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply