তত্ত্বাবধায়ক ইস্যুতে ইইউর সাথে কোনো কথা হয়নি: তথ্যমন্ত্রী

|

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাথে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, প্রতিনিধি দলকে বলেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক।

বুধবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে ইইউ এর প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এ কথা বলেন তিনি। আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের আইনে। নির্বাচনের সময় কমিশনের আওতাভুক্ত থাকবে সব কিছু।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মিডিয়া হচ্ছে মূলত প্রাইভেট। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ইউরোপে এই বছরের শুরুতে আইন সংশোধন করে সব সোশ্যাল মিডিয়াকে রেজিস্টার্ড করা হয়েছে। বাংলাদেশেও নিবন্ধনের কথা অনেকবার বলা হয়েছে কিন্তু তারা করেনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply