ন্যাটো সম্মেলনের মাঝেই ইউক্রেনে জোরালো হামলা রাশিয়ার

|

ন্যাটো সম্মেলনের মাঝে ইউক্রেনে জোরালো হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার (১১ জুলাই) চলতি মাসে দ্বিতীয়বারের মতো কিয়েভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনারা। খবর রয়টার্সের।

জেলেনস্কি প্রশাসন জানায়, এদিন রাজধানীতে বেসামরিক স্থাপনা টার্গেট করে অন্তত ২৮টি শহীদ ড্রোন ছোড়ে তারা। এর মধ্যে ২৬টিই ভূপাতিত করে ইউক্রেনের সেনারা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ওডেসায় কৃষ্ণ সাগরীয় বন্দর এলাকা ঘিরে হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে ২২টি ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ। তবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ভবন। খেরসনে একটি রেল স্টেশনে রুশ হামলায় শিশুসহ গুরুতর আহত কমপক্ষে পাঁচ জন। বেসামরিকদের টার্গেট করে এসব হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে জেলেনস্কি প্রশাসন।

এদিকে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলা প্রতিহত করে নতুন এলাকা নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply