বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে ২০০ টাকায়

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা।

বুধবার (১২ জুলাই) থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেট ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব কাউন্টারে টিকিট বিক্রি হবে। এছাড়া ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

গ্রিন হিল এরিয়া, ওয়েস্টার্ণ গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ইস্টার্ণ গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা এবং গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply