সামগ্রিক ব্যবস্থাপনা ও কাঠামোর পরিবর্তন না হলে স্বাস্থ্যখাতের উন্নতি সম্ভব না। এ জন্য চিকিৎসাব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও জেলা-উপজেলার হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলোর ব্যবস্থাপনা উন্নত করার পরামর্শ দিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
বুধবার (১২ জুরাই) দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে এসব বলেন তিনি। চিকিৎসকদের জন্য আলাদা ক্যাডার তৈরি এবং বেসরকারি হাসপতালে নজরদারি বাড়ানোর পরামর্শও দেন।
সেন্ট্রাল হাসপাতাল ইস্যুতে সাবেক এই মন্ত্রী বলেন, এ ঘটনায় স্বাস্থ্যখাত ও হাসপাতাল উভয়ের ভুল আছে। কিন্তু জামিন পাওয়া চিকিৎসকদের অধিকার। বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে স্বাস্থ্যখাত উন্নত হবে না।
/এমএন
Leave a reply