ভোলা প্রতিনিধি:
ভোলায় একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ এলাকার মো. ইউনুছ (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্ল্যাঙ্ক চেক, তিনটি এটিএম কার্ড, ৪টি মোবাইল ফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়।
লে. এম হাসান মেহেদী জানান, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও এক দম্পতিকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply