টোকিওর ‘হেন না’ হোটেলের রিসেপশনে গেলেই নজরে পড়ছে সেই রোবোট কর্মীকে। যে কি না আবার একটা আস্ত ডাইনোসর। তবে আচমকা দর্শনে থতমত খেয়ে গেলেও ওই রোবোট ডাইনোসরের আতিথেয়তা যে কোনো অতিথিকেই মুগ্ধ করছে। এমনকি ডাইনোসরটির মুখের অভিব্যক্তিতেও রয়েছে সাধারণ মানুষকে খুশি করে দেওয়ার যাবতীয় লক্ষণ।
এই হোটেলের রিসেপশনে নিযুক্ত ডাইনোসর অতিথিদের বিলগুলি পরিবেশন করে নিখুঁত ভাবে। এর জন্য খুব বেশি বেগ পেতে হয় না অন্য কর্মীদের। নির্দিষ্ট বিল নির্দিষ্ট অতিথির কাছে পৌঁছে দেওয়া মোটেই খুব একটা কঠিন কাজ নয় এই ডাইনোসর রোবোটদের কাছে।
ডাইনোসরের হাত থেকে বিল পাওয়া যেমন মজার তেমন প্রাগৌতিহাসিকও বটে, কী বলেন?
Leave a reply