মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য আসেননি। তাদের সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। বলেন, গতকাল দুই দল শান্তিপূর্ণ সমাবেশ করেছে। এতে মার্কিন প্রতিনিধি দল খুশি হয়েছে। প্রতিনিধি দল দেশে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোট করার ওপর তাগিদ দিয়েছে।
বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ভিসানীতি কারও একার জন্য নয়। দেশের শান্তিপূর্ণ নির্বাচনে যারা বাধা দেবে তাদের জন্য এই ভিসানীতি। পাশাপাপশি রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল।
/এমএন
Leave a reply