Site icon Jamuna Television

আইসল্যান্ডে সক্রিয় আগ্নেয়গিরি ‘লিখলি ক্রুটর’

আইসল্যান্ডের ‘লিখলি ক্রুটর’ আগ্নেয়গিরি ছড়াচ্ছে জলন্ত লাভা। একদিনে প্রায় ১৬শ’ ভূমিকম্পের পর, সক্রিয় হয়ে ওঠে আগ্নেয়গিরিটি। খবর রয়টার্সের।

পাহাড়ের ঢালে ৬০০ ফুট লম্বা ফাটল সৃষ্টি হয়েছে। সেখান থেকেই কয়েকটি ধারায় গড়িয়ে পড়ছে ফুটন্ত লাভা। কিন্তু কোনো আগ্নেয় ছাই সৃষ্টি হয়নি। তাই ব্যাঘাত ঘটছে না বিমান চলাচলে। কাছাকাছি কোনো লোকালয় না থাকায় নেই ক্ষয়ক্ষতির আশঙ্কাও। রাজধানী থেকে ৬০ কিলোমিটার দূরেই আগ্নেয়গিরিটির অবস্থান। তাই নজরকাড়া দৃশ্য দেখতে ভিড় করছেন অনেকে।

এটিএম/

Exit mobile version