Site icon Jamuna Television

কাঁচপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় দুই ছিনতাইকারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের কাঁচপুরে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুই ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে ফতুল্লার তল্লা ও সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. শাহ আলম ও ইমরান হোসেন।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, চট্টগ্রাম থেকে আসা দুই ভাই গত বুধবার (১১ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে নামেন। এ সময় তাদের সাথে থাকা নগদ ১৫ শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইয়ে বাধা দিলে ছিনতাইকারিরা দুই ভাইকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বড় ভাই আমমানুল ইসলাম রোহান মারা যায়। আরেক ভাই আরমানুল ইসলাম রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, নগদ ১৫ শত টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

/এএম

Exit mobile version