প্রধানমন্ত্রী-মন্ত্রীদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়েছি: আজরা জেয়া

|

প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের কাছ থেকে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের আশ্বাস পেয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা আজরা জেয়া।

তিনি বলেছেন, এ দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে মার্কিন প্রতিনিধি দলের কোনো বক্তব্য নেই। তবে রাজনৈতিক সংকট নিরাসনে সংলাপ ইতিবাচক।

আজরা জেয়া আরও বলেন, নির্বাচন কবে হবে সেটি ঠিক করবে এ দেশের মানুষ। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও জোরদার করতে চায় ওয়াশিংটন। টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো পরিবেশ এখনও হয়নি। তা তৈরিতে বাংলাদেশের পাশে থাকবে মার্কিন সরকার।

এ সময় ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আগামী নির্বাচন ও র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply