ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন, আনন্দ শোভাযাত্রা

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকহাজার শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। পরে সংগঠনটির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার শিক্ষাক্ষেত্রের মানউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বছরের প্রথম দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ একটি অনন্য উদাহরণ। তাছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়েছে। তাই আগামীতে আবারও আওয়ামী লী সরকারকে ক্ষমতায় আনতে সকলের সুদৃষ্টি কামনা করেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply