পাকিস্তানে আবাসিক ভবনে আগুন লেগে একই পরিবারের ১০ জনের মৃত্যু

|

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের একটি বাড়িতে গভীর রাতে আগুন লেগে একই পরিবারের সাত শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ সময় বাড়ির জানালা থেকে লাফিয়ে প্রাণে বেঁচেছেন ওই পরিবারের এক সদস্য। এ ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর জিও নিউজের।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ জুলাই) গভীর রাতে পঞ্জাব প্রদেশের লাহোরে একটি বাড়ির দোতলায় আগুন লাগে। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ভাট্টি গেট এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে বেশি ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়।

এ বিষয়ে লাহোরের ডিআইজি (অপারেশনস) আলি নাসির রিজভি জানান, ওই বাড়িতে একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাত মাসের এক শিশু, চার বছরের নাবালকসহ পাঁচ কিশোর-কিশোরীও ছিলেন। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পাক পঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply