নাটোরে ব্যবসায়ীর বাড়ি থেকে ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় রিপন হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ভাংচুর চালিয়ে নগদ ২০ লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী রসুন ব্যবসায়ী রিপন হোসেন জানান, কোরবানির ঈদে গরু এবং রসুন বিক্রি করে তিনি ২০ লাখ টাকা শোবার ঘরের আলমারির ড্রয়ারে রেখেছিলেন। এছাড়া বাড়িতে তার স্ত্রীর দশ ভরি স্বর্ণের গহনা ছিল। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ি থেকে নাজিরপুর বাজারে যাওয়ার পরপরই তার স্ত্রী ও শিশু সন্তানদের উপস্থিতিতে পার্শ্ববর্তী বৃন্দাবনপুর গ্রামের শরিফ হোসেন, আলামিন, রেজাউল করিম, নয়নসহ অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলসহ বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ ২০ লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply