তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাডুবিতে নিহত ১৩

|

তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাডুবির ঘটনায় ১৩ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (১৩ জুন) আরও ২৫ আরোহীকে জীবিত উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, স্ফাক্স শহরের কাছেই হয়েছে এ দুর্ঘটনা। হতাহতদের সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক। তাদের গন্তব্যস্থল ছিল ইতালি।

সম্প্রতি, তিউনিসিয়ায় বেড়েছে মারাত্মক অভিবাসী সংকট। কারণ প্রতিবেশী লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন সিংহভাগ অভিবাসনপ্রত্যাশী। পরিস্থিতি মোকাবেলায় গেলো সপ্তাহেই ১২শ’ মানুষকে বাসে তুলে নিজ-নিজ দেশে ফেরত পাঠায় তিউনিসিয়া। কিন্তু সীমান্ত এলাকায় তারা আন্দোলন করছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম ছয় মাসেই তিউনিসিয়া উপকূলে প্রাণ হারিয়েছেন ৬৩০ অভিবাসনপ্রত্যাশী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply