বিএনপি’র জনসভা চলছে

|

বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে জনসভা। আজ দুপুর দুইটা থেকে জনসভা শুরু হলেও সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। রাজধানীসহ আশপাশের জেলার নেতাকর্মীরাও যোগ দিয়েছে সমাবেশে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীরা বলছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরালো হবে।

১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪০ বছরে নানা চড়াই-উতরাই পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে দলটি। তবে নানা সংকটে এবারই প্রথম সবচেয়ে বড় বিপর্যয়ে মুখে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দল।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply