রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ!

|

ছবি: সংগৃহীত

এবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। যা প্রমাণিত হলে বড় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দলটি। অভিযোগটি যেনতেন কেউ করেনি, ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।

ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য টেলিগ্রাফের মতে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২০ শতাংশ ব্যয়ের তথ্য গোপন করার চেষ্টা করছে। ২০২২ সালের অক্টোবরে লেনদেন হওয়া প্রায় ১২২ মিলিয়ন ইউরোর হিসাব পায়নি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

ইউরোপীয়ান ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি ১৩৫ মিলিয়ন ইউরো ‘অন্যান্য খরচের’ মধ্যে ধরেছে। যা তারা গত অক্টোবরে প্রকাশ করেছিল। তবে সেখানে ১২২ মিলিয়ন ইউরো খরচের কোনো হিসাব দেয়নি। এতে উয়েফার আর্থিক সংগতি নীতিরও ব্যত্যয় হয়েছে বলে মনে করে পত্রিকাটি।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। টেলিগ্রাফ থেকে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করতে চায়নি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply