Site icon Jamuna Television

এবার ইসরায়েলি দূতাবাসের বাইরে তাওরাত ও বাইবেল পোড়ানোর অনুমতি দিলো সুইডেন

কিছুদিন আগেই সুইডেনে পোড়ানো হয় পবিত্র কোরান শরীফ। এবার দেশটির পুলিশ ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত ও খ্রিস্টানদের বাইবেল পোড়ানোর অনুমতি দিয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সুইডেনে অবস্থিত ইসরায়েলি রাষ্ট্রদূত। খবর ইউরো উইকলি নিউজের।

সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে প্রতিবাদ সমাবেশ করার আবেদন করেন এক ব্যক্তি। সেখানে তাওরাত ও বাইবেল পোড়ানোর জন্য অনুমতিও চাওয়া হয়। শনিবার (১৫ জুলাই) ওই ব্যক্তির তাওরাত ও বাইবেল পোড়ানোর কথা রয়েছে।

এ ঘটনায় দেশটিতে অবস্থানরত ইসরায়েলি রাষ্ট্রদূত টুইটার বার্তায় জানান, আবারও ধর্মগ্রন্থ পোড়ানোর খবরে তিনি ভীত এবং আতঙ্কিত। বলেন, এটি পরিষ্কারভাবে ঘৃণা ছড়াবে। তিনি এটি বন্ধ করারও দাবি জানান।

এদিকে, ইসরায়ায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও এক টুইট বার্তায় এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টুইটারে লেখেন, যখন কোরান পোড়ানো হয়েছিল আমি তখনও ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলাম। তিনি বলেন, শাশ্বত গ্রন্থ তাওরাত পোড়ানোর অনুমতিতে আমাদের হৃদয় কাঁপছে।

এটিএম/

Exit mobile version