Site icon Jamuna Television

বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় ৭ জনের মৃত্যু

ভয়াবহ দুর্যোগের কবলে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। বন্যা ভূমিধসে দেশটিতে ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। খবর মিররের।

দুর্যোগপূর্ণ এলাকা থেকে প্রায় ৭ হাজার মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এপর্যন্ত নিরাপদে নেয়া হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে। টানা তিনদিন ধরে দেশজুড়েই চলছে বৃষ্টি। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি বাঁধে পানি উপচে পড়ে তলিয়েছে আশপাশের এলাকা।

উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগের বেশ কয়েকটি টিম। বন্যার কারণে চরমভাবে ব্যাহত যাতায়াত ব্যবস্থা। অনেক স্থানেই বন্ধ রেল যোগাযোগ। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট।

শনিবার জরুরি বিভাগের সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী হান ডাক সু। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীকে যোগদানের নির্দেশ দিয়েছেন তিনি।

এটিএম/

Exit mobile version