ফের আন্দোলনে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

|

ভাতা বৃদ্ধির দাবিতে ফের আন্দোলনে নেমেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। শনিবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল গেইটে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা।

সংগঠনের আহ্বায়ক ডাক্তার জাবির হোসেন জানান, যতদিন ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত না করা হবে, ততোদিন কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলবে। ঢাকার বাইরের মেডিকেল কলেজের চিকিৎসকরা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করবেন। ১৬ জুলাই শাহবাগে তারা অবস্থান ধর্মঘট পালন করবেন বলেও জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাসে শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করেছিলেন আন্দোলনরতরা। তবে দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply