Site icon Jamuna Television – DEMO SITE

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না: ইইউর সাথে বৈঠক শেষে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মো. তাহের।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশ বাঁচাতে হলে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের মাধ্যমে ভোট হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের।

শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় জনসভার অনুমতি না দেয়াকে সরকারের গণতন্ত্রবিরোধী চেহারা বলে মন্তব্য করেছেন জামায়াতের এ নেতা।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, দলীয় সরকারের একদলীয় ভোটে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটা তাদের বিষয়। অতীতে সংলাপের কোনো ফল আসেনি। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও জামায়াতের নিবন্ধন নিয়েও কথা হয়েছে।

জামায়াতে ইসলামীর এ নায়েবে আমির বলেন, কেয়ারটেকার সরকার কিংবা নির্দলীয় সরকার, যে নামেই হোক না কেন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর বাইরে বাংলাদেশের মানুষ দলীয় সরকারের অধীনে বা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

/এম ই

Exit mobile version