সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ও সংঘাত এড়াতে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সংগঠনটির যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম। আরও জানান, ইইউ প্রতিনিধি দলের সাথে নির্বাচন ইস্যুতে তাদের কথা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রশাসনে দলীয়করণ হয়েছে উল্লেখ করে এর সংস্কার দাবি করেন তাজুল ইসলাম। বলেন, এসবের বাস্তবতায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।
/এমএন
Leave a reply