রোমসহ ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি

|

ছবি: সংগৃহীত

গরম আবহাওয়ার কারণে রোমসহ ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালি। তীব্র গরমের পাশাপাশি দেশটিতে শুরু হয়েছে দাবদাহ। খবর দ্য গার্ডিয়ানের।

ইতালির আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে তাপমাত্রায় নতুন রেকর্ড হতে পারে। রেড অ্যালার্ট বা বিশেষ সতর্কতা জারি করা শহরের মধ্যে রয়েছে ফ্লোরেন্স ও বোলোগনাও।

এ তালিকায় থাকা সিসিলি ও সারদিনিয়া শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। রেড অ্যালার্ট জারি করা মানে, সেসব শহরের সবাই দাবদাহের ঝুঁকিতে রয়েছেন। এমনকি সুস্থ ব্যক্তিরাও।

ইতালির সরকার জানিয়েছে, বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যেন কেউ সরাসরি রোদে না যায়। এছাড়া বয়স্কদের বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে।

এ বছর শুধু ইতালিতে নয়, ইউরোপের উত্তরাঞ্চল জুড়েই বেড়েছে গরম। গ্রিস ও স্পেনেও তীব্র তাপ অনুভূত হচ্ছে। এর মধ্যে গ্রিসে ঘুরতে যাওয়া ভ্রমণকারীরা পড়েছেন সংকটে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply