ফার্স্ট লেডিসহ আকস্মিক ইউক্রেন সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

|

আকস্মিক ইউক্রেন সফরে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইওল। শনিবার (১৫ জুলাই) ফার্স্ট লেডিসহ প্রথমবারের মতো কিয়েভে গেলেন তিনি। খবর আল জাজিরার।

মূলত, ন্যাটো শীর্ষ সম্মেলনের কয়েকদিনের মাথায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গেলেন এ নেতা। এদিন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে বৈঠকে বসেন উন সুক ইওল। ইউক্রেনের জনগণের নিরাপত্তা, খাদ্য সুরক্ষা এবং আর্থিক সহায়তা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা।

চলতি বছর কিয়েভকে ১৫ কোটি ডলারের মানবিক সহায়তার অঙ্গীকার করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এছাড়া কিয়েভ সফরকালে রুশ বাহিনীর বর্বরতার শিকার বুশা শহর এবং কিয়েভের কিছু জায়গা পরিদর্শন করেন উন সুক ইওল।

সম্প্রতি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য চাপের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং অন্যতম অস্ত্র রফতানিকারক দেশ দক্ষিণ কোরিয়া। তবে কিয়েভের পক্ষে জোরালো সমর্থন থাকলেও উত্তর কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব বিবেচনায় কেবল মানবিক ও আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয় সিউল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply