দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩১

|

ভয়াবহ বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় নিহতের সংখ্যা দাড়িতেছে ৩১ জনে। এখনও নিখোঁজ আরও অন্তত ১০ জন। শনিবার (১৫ জুলাই) সারাদিনে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দেশটিতে। খবর রয়টার্সের।

চারদিন ধরে চলা টানা বৃষ্টিতে দুর্যোগপূর্ণ এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। নদী ও বাধ উপচে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় চুংচেং প্রদেশ। পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাপক ভূমিধস হয়েছে গোটা রাজ্যে। অঞ্চলটিতে বন্যার পানি ঢুকে একটি টানেলে আটকা পড়েছে অন্তত ১৯টি গাড়ি। বেশ কিছু মানুষ সেখানে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। টানেলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

প্রাণহানি এড়াতে দুর্যোগপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। চলতি সপ্তাহেও ভারী বৃষ্টিপাত অব্যাহতের পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply