দুই দলের অনড় অবস্থানে সংঘাতের শঙ্কা, ইইউকে সুশীল সমাজ

|

ছবি: সুজন সম্পাদক, বদিউল আলম মজুমদার । ফাইল ফটো

ঢাকা সফরত ইইউ প্রতিনিধি দল আজ সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধির সাথে মতবিনিময় করেছেন। রোববার (১৬ জুলাই) দুপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ইইউ কার্যালয়ে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে সুজন সম্পাদক জানান, ইইউ প্রতিনিধি দল তাদের (সুশীল সমাজ) অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছেন। জবাবে তারা জানিয়েছেন, দুই দলের অনড় অবস্থান সংঘাতের দিকে নিতে পারে। তারা আলোচনার মাধ্যমে সমঝোতা করতে পারে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা দরকার। নির্বাচনের প্রক্রিয়া সঠিক হতে হবে বলেও মনে করেন তারা।

সুজন সম্পাদক বলেন, নির্বাচন মানে বিকল্প। ভোটার যেন সেখান থেকে বেছে নিতে পারে। ইসি যেন নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করে। তারা (ইইউ প্রতিনিধি) জানতে চায় বর্তমান যে অবস্থা বিরাজ করছে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক কি না। আমি বলেছি, দলগুলোর প্রতি আমার আহ্বান তারা যেন সমঝোতায় পৌছে। বর্তমান প্রক্রিয়ার নিরপেক্ষতা তৈরি করে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply