আরেক দফা শান্তি আলোচনায় বসছে সুদানের বিবদমান দু’পক্ষ। শনিবার (১৫ জুলাই) সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর প্রতিনিধিরা। খবর আল জাজিরার।
দেশটির সরকারের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন এ তথ্য। জানান, সৌদি আরবের মধ্যস্থতায় আলোচনায় রাজি হয়েছে সেনাপ্রধান। তবে আরএসএফ’র তরফ থেকে কিছু জানানো হয়নি। সুদানে চলমান সংঘাত নিরসনে গেলো মাসে আবারও মধ্যস্থতায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
আরেকদিকে গত বৃহস্পতিবার সুদান সংকট সমাধানে পদক্ষেপ নেয়ে মিসর। উদ্যোগকে স্বাগত জানিয়েছে উভয় পক্ষই। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ’র মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের ইতিহাস অনেক দিনের। গত এপ্রিলের মাঝামাঝি শুরু হয় প্রাণঘাতী সংঘাত। চার মাসে গড়ানো সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ৩ হাজার মানুষের মৃত্যু ও ৩০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে।
এটিএম/
Leave a reply