কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

|

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কোটচাঁদপুর জামায়েত ইসলামের সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করছে কোটচাঁদপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়েতের নেতাকর্মীরা বেনেপাড়া নামক স্থানে গোপন বৈঠক করছিলেন। কোটচাঁদপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাজুল ইসলামকে গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ টি হাতবোমা, লাঠিসোটা ও কয়েকটি হকিস্টিক উদ্ধার করেন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, নাশকতার পরিকল্পনা করার সময় কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কোটচাঁদপুর জামায়েত ইসলামের সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। মামলা নং- ০১, তারিখ- ০১/০৯/২০১৮ইং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply