টাইগারদের দারুণ শুরুর পর বৃষ্টির হানা

|

ছবি: সংগৃহীত

জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত হবে টি-টোয়েন্টি সিরিজ জয়। এমন সমীকরণের ম্যাচে আগে বোলিং করতে নেমে শুরুতেই দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। পাওয়ারপ্লের মধ্যেই রশিদ খানের দলের দুই উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদরা। জোড়া উইকেট হারিয়ে ধুকতে থাকে আফগানিস্তান। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের নেয়া সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি টাইগার বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন। এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসে তৃতীয় ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও আউট করেছেন বাংলাদেশ দলের স্পিডস্টার।

আফগান ইনিংসের ৭ ওভার ২ বলের পর শুরু হয় বৃষ্টি। আর তাই বন্ধ হয়ে যায় খেলা। ৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply