দুই নারী সাংবাদিককে হত্যার চেষ্টা নস্যাতের দাবি রুশ গোয়েন্দা সংস্থার, গ্রেফতার ৭

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির প্রধান সম্পাদকসহ দুই নারী সাংবাদিককে হত্যার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতারও করেছে তারা। খবর আলজাজিরার।

শনিবার (১৫ জুলাই) এ ঘটনায় মস্কোর একটি আদালতে সন্দেহভাজন ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এফ‍এসবি।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আরটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনইয়ান ইউক্রেনে বিশেষ রুশ সামরিক অভিযানের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। আর, হত্যাচেষ্টার শিকার অপর নারী সাংবাদিক সেনিয়া সোবচাক রাশিয়ার একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা। সেনিয়া পুতিন প্রশাসনের সমালোচক হিসেবে সুপরিচিত। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও লড়েছিলেন তিনি।

তাস আরও জানিয়েছে, এ দুই সাংবাদিকের অফিস ও বাসার কাছে নজরদারি চালিয়েছিল ‘প্যারাগ্রাফ-৮৮’ নামের একটি নিও নাৎসি গ্রুপ। ইউক্রেনের হয়ে এ দুই সাংবাদিককে হত্যার প্রস্তুতি নেয়ার কথা স্বীকারও করেছে তারা। হত্যাকাণ্ডে সফল হলে তাদের ১৫ লাখ রুবল দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বলেও জানা গেছে।

এর আগে, ২০২২ সালে গাড়ি বোমা হামলায় নিহত হন রুশ সাংবাদিক ডারিয়া ডুগিনা ও ব্লগার ভ্লাদেলেন তাতারস্কি। দুজনই ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। এ দুই হত্যাকাণ্ডের পর ইউক্রেনের দিকে অভিযোগের আঙুল তুলেছিল মস্কো। তবে বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিয়েভ। তাদের দাবি, রাশিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই ঘটেছে এসব ঘটনা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply