বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

|

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজিচালিত অটোরিকশা।

বগুড়া ব্যুরো:

বগুড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন জানান, যাত্রী নিয়ে বগুড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাস্থানের দিকে যাচ্ছিল। বাঘোপাড়া বন্দরের কাছাকাছি এলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সাথে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ৪ জন। তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে মারা যান অটোরিকশার চালক।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, বাসটি সিএনজির সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক লাগোয়া একটি বাড়ির সাথে ধাক্কা লেগে থেমে যায়। এ সময় বৈদ্যুতিক মিটারের মাধ্যমে বাসটিতে আগুন লেগে যায়। এতে বাসের সিংহভাগ পুড়ে গেলেও আগুনে কেউ হতাহত হননি বলে জানান এ কর্মকর্তা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply