ড. ইউনূসের দানকর; হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ

|

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা দানকর দিতে হাইকোর্টের রায় স্থগিত করেননি আপিল বিভাগ। একইসাথে রায় চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি ২৩ জুলাই নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত।

সোমবার (১৭ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগে এ মামলায় শুনানির জন্য আবেদন করেন ড. ইউনুসের আইনজীবীদের একজন। তিনি জানান, ড. ইউনূসের মূল আইনজীবী দেশের বাইরে রয়েছেন তাই তারা সময় চান। এ সময় আপিল বিভাগ বলেন, রায় স্থগিত করা হবে না, তবে নির্ধারিত দিনেই শুনানি হবে।

এর আগে গেলো ৩১ মে ১২ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ড. ইউনূস। সেখানেও স্থগিত হয়নি রায়। ড. ইউনূস ২০১১ থেকে ২০১৪ করবর্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টারে যতটাকা দান করেছিলেন তার বিপরীতে এনবিআরের পাওনা দাঁড়ায় ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply