মেসিকে বরণ করে নিলো মায়ামি

|

ছবি: সংগৃহীত

জমকালো অনুষ্ঠানে লিওনেল মেসিকে বরণ করে নিলো তার নতুন ক্লাব ইন্টার মায়ামি। অনুষ্ঠানে ক্লাবের তিন স্বত্তাধিকারী ডেভিড বেকহ্যাম, জর্জ ও হোসে ম্যাস ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেন ার্জেন্টাইন ফুটবল জাদুকরের হাতে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেসিকে বরণ করে নিতে কানায় কানায় পূর্ন ছিল মায়ামির স্টেডিয়াম।

ইন্টার মায়ামির মেসিকে বরণ করে নেবার অনুষ্ঠান শুরু হবার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। সেই হিসেবে বিকেল থেকে ক্লাবটির হোম গ্রাউন্ড ডিআরভি পিএনকে স্টেডিয়ামে জোড়া হয় মায়ামি আর মেসি ভক্তরা। তবে উৎসব মুখর সেই পরিবেশে বাগড়া দেয় বেরশিক বৃষ্টি।

মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত অবশ্য ফাটল ধরাতে পারেনি মেসি ভক্তদের মনে। বৃষ্টির মাঝেও নেচে গেয়ে আনন্দ করতে করতে স্টেডিয়ামে অপেক্ষা করেন দর্শকরা।

ছবি: সংগৃহীত

দুই ঘন্টা পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, শুরু হয় মেসিকে বরণ করে নেবার অনুষ্ঠান ‘দ্যা আনভেইল’। স্ত্রী আর তিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হন এলএমটেন। সাদা টি শার্ট পরে মাঠে আসেন লিও। ফ্লোরিডার, পোর্ট লডারডেলের, ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ন।

অনুষ্ঠানে শুরুতে মেসির বার্সেলোনার সাবেক সতির্থ সার্জিও বুস্কেটসের হাতে আগে তুলে দেয়া হয় মিয়ামির ৫ নম্বর জার্সি। এরপর মাঠে আসেন লিওনেল মেসি। দাঁড়িয়ে কড়তালির মাধ্যমে এলএমটেনকে অব্যর্থনা জায়ায় মায়ামি ভক্তা আর কর্মকর্তারা। প্রত্যাশিত ভাবেই মেসির হাতে ক্লাবের ১০ নম্বর জার্সি তুলে দেন ইন্টান মায়ামির তিন কর্নধার ডেভিড বেকহ্যাম, জর্জ ও হোসে ম্যাস।

ছবি: সংগৃহীত

এই অনুষ্ঠানে লিওনেল মেসি বলেন, সবাইকে অংখ্য ধন্যবাদ, এই ভালোবাসার জন্য। এই শহরে আসার পর থেকেই সবার ভালোবাসায় মুগ্ধ আমি। আমি নিশ্চিত আমি এবং আমার বাকি সতির্থরা মিলে মাঠে সর্বোচ্চটা দিয়ে মায়ামিকে সাফল্য এনে দেবার চেস্টা করবো। আশাকরি এই পুরো পথচলায় পাশে থাকবেন আপনারা।

সবকিছু ঠিক থাকলে ২১ জুলাই ক্রুস আসুলের বিপক্ষে ম্যাচে মায়ামির হয়ে অভিষেক হবে ফুটবলের এ মহাতারকার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply