ভোটের পরিবেশ শান্ত, কোনো অভিযোগ নেই: ইসি রাশেদা

|

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটের পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

সোমবার (১৭ জুলাই) সকালে বনানী বিদ্যানিকেতনের কেন্দ্র পরিদর্শন করেন এই নির্বাচন কমিশনার। বলেন, ভোট কেন্দ্রে ভোটাররা আসতে পারবে না এমন পরিস্থিতি নেই। তবে নির্বাচনের পর বিজয়ী প্রার্থীর মেয়াদ স্বল্প দিন হওয়ায় ভোটার উপস্থিতি কম বলেও মন্তব্য করেন তিনি। পরিবেশ নিয়ে ভোটারদের কোনো অভিযোগ নেই বলে জানান ইসি। একইসাথে, সিসি ক্যামেরায় কোনো ধরনের বিশৃঙ্খলা ধরা পড়েনি বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, সকালে বনানী বিদ্যানিকেতনে গিয়ে দেখেছি। সবগুলো কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী আছে। ভোটের পরিবেশ শান্ত। ভোটাররা আসতে পারবে না, এমন পরিস্থিতি নেই। কোনো অভিযোগ নেই। সিসি ক্যামেরায় কোনো বিশৃঙ্খলা ধরা পড়েনি। ভোটের মেয়াদ স্বল্প সময়ের বলে ভোটার উপস্থিতি কম হতে পারে।

আরও পড়ুন: ঢাকা-১৭ উপনির্বাচন: ভোটদানে বাধা দেয়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply