কেরাণীগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

|

কেরাণীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরাণীগঞ্জে অটোচালক নয়ন হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া নিহতের অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (৬ জুন) অত্র থানার জিয়ানগর এলাকা থেকে অটোচালক নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও হত্যাকাণ্ডের ধরন বিশ্লেষণ করে নিহতের এক বন্ধুকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুসারে, ঘটনার সাথে জড়িত আরও তিন বন্ধুকে রোববার (১৬ জুলাই) গভীর রাতে খোলামোড়া টিনের মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, নিহত নয়ন মাদক বিক্রেতা ছিল। মাদক বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যকার বিতণ্ডার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply