যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি উন্মুক্ত কনসার্টে এক ব্যক্তির নির্বিচার গুলিতে ৫৮ জন নিহত ও ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। পাশের একটি ক্যাসিনোর ভবন থেকে ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডক অটো রাইফেল থেকে নির্বিচারে গুলি চালাতে থাকেন। পুলিশ জানায়, প্রায় ৫ মিনিট ধরে থেমে থেমে গুলি চলে। এসময় কনসার্টস্থলে থাকা কয়েক হাজার মানুষ যে যার মতো করে দৌঁড়ে পালাচ্ছিল।
তবে এই হত্যাযজ্ঞ চলার সময় সবাই যখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন একজন যুবক ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। গেটি ইমেজ-এর ফটোগ্রাফার ডেভিড বেকারের তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, গুলির সময় ঘটনাস্থলে চিৎ হয়ে পড়ে আছেন এক নারী। আর তার উপর উপুড় হয়ে ঢেকে রেখেছেন এক যুবক। দেখে মনে হচ্ছে, গুলি থেকে মহিলাকে রক্ষার চেষ্টা করছেন তিনি।
ছবির দুই ব্যক্তির কারোরই চেহারা পুরোপুরি স্পষ্ট নয়। তাদের পরস্পরের সম্পর্ক কী? এখন কেমন আছেন? বেঁচে আছেন কি? থাকলে কী অবস্থায় আছেন কোনো তথ্যই এখনো পুলিশের কাছে নেই।
পুলিশ জানিয়েছে তারা এখনো এই দুইজনকে খুঁজে বের করতে পারেনি, তবে চেষ্টা চালাচ্ছে। হৃদয়বিদারক এই ছবিটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর অনলাইনে ভাইরাল হয়েছে।
Leave a reply