বেনাপোল প্রতিনিধি:
এক যুগ পর অনুষ্ঠিত বেনাপোল পৌরসভা নির্বাচনে ১৩,২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন। আর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান স্বজন (স্বতন্ত্র) পেয়েছেন ৩,৮২৫ ভোট। এ নির্বাচনে ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
সোমবার (১৭ জুলাই) মোট ১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে দুপুরে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুলফিকার আলী মন্টুর ওপর হামলার ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনকেও লাঞ্ছিত করা হয়েছে বলে জানা যায়।
বেনাপোল পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ জন আর মহিলা ভোটার ১৫ হাজার ২২৫ জন। তবে, ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ধীরগতিতে। ভোট কেন্দ্রের পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
/এএম
Leave a reply