২৩ শর্তে রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা করার অনুমতি পেয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার (১৮ জুলাই) এই কর্মসূচি পালন করবে তারা।
এদিন বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
এর আগে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
সমাবেশ ও শোভাযাত্রার ২৩টি শর্তের মধ্যে বলা হয়েছে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। সমাবেশ শুরুর দুই ঘণ্টা আগে লোক সমাগম করতে পারবে না। কোনো প্রকার লাঠি বা ব্যানার-ফেস্টুন বহনের আড়ালে লাঠি বা রড ব্যবহার করা যাবে না।
/এমএন
Leave a reply