পাকিস্তানে অর্থ সহায়তা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

পাকিস্তানের জন্য বরাদ্দ করা ৩০ কোটি ডলারের অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় ব্যর্থতার অভিযোগে তুলে এ সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

পেন্টাগন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোন ফলনার জানিয়েছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা আর জরুরি খাতে ব্যয় করা হবে এ অর্থ। তবে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত কার্যকরে লাগবে কংগ্রেসের অনুমোদন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয় যুক্তরাষ্ট্রের।

পাকিস্তান শত-কোটি ডলার অনুদান নিয়েও মার্কিনিদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ আনেন ট্রাম্প। হাক্কানি নেটওয়ার্ক আর আফগান তালেবানের মতো গোষ্ঠী গুলোর চারণক্ষেত্র পাকিস্তানের মাটি- আছে এমন অভিযোগও।

গেল জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশের জন্য অর্থবরাদ্দ কমিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাতিল করা হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের অর্থসাহায্য।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply