কার্যত অচল দেশের বেসরকারি হাসপাতাল, রোগীদের ভোগান্তি চরমে

|

কার্যত অচল হয়ে পড়েছে দেশের সব বেসরকারি হাসপাতালের কার্যক্রম। ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের কর্মসূচিতে রোগীদের ভোগান্তিও চরমে।

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিন কোনো ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অপারেশন করছেন না ডাক্তাররা। এতে বেসরকারি হাসপাতালের বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে আছে। রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে রোগী এসে সেবা না পেয়ে পড়ছেন বিপাকে। অনেকেই অন্যান্য হাসপাতালে গিয়েও দেখেন একই অবস্থা। শেষমেষ ফিরে গেছেন বহু রোগী।

সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন সার্জারির রোগীরা। কারণ, আন্দোলনের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালে অপারেশনও করছেন না চিকিৎসকরা। বহু হাসপাতালে জরুরি টেস্টও হচ্ছে না ডাক্তারের অভাবে।

উল্লেখ্য, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও নবজাতক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন দুই চিকিৎসক। তাদের মুক্তির দাবিতেই এ কর্মসূচি।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি; অস্ত্রোপচার বন্ধ, প্রাইভেট চেম্বারেও রোগী দেখছেন না ডাক্তাররা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply