‘হিরো আলমের ওপর হামলাই প্রমাণ করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

|

ভোটের দিন হিরো আলমের ওপর হামলাই প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; এ কথা বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে এফডিসির সামনে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে এক দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা মিছিলের সময় এসব কথা বলেন তিনি। আরও বলেন, বিদেশিরাও এ সরকারকে বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণও এ সরকারকে বিশ্বাস করে না। সবাই চায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী জাতীয় নিবার্চন অনুষ্ঠিত হবে।

অলি আহমেদ বলেন, মানুষের বেতনের সাথে বাজারমূল্যের কোনো সামঞ্জস্য নাই। যার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাংলাদেশ এখন অতি ধনী ও অতি দরিদ্রদের মধ্যে চলে গেছে, মধ্যবিত্ত পরিবার নাই বললেই চলে। দলীয় লোক দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বর্তমান সরকার। আমাদের দাবি একটাই, আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply