Site icon Jamuna Television

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন নয়: ১২ দলীয় জোট

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে দাবি করেছেন ১২ দলীয় জোটের নেতারা। বললেন, তাদের দাবি মেনে সরকারকে পদত্যাগ করতে হবে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইল মোড় থেকে পদযাত্রা শুরু করে ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। নয়াপল্টন হয়ে মতিঝিল গিয়ে শেষ হয় এ পদযাত্রা। শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। সরকার পুলিশ ও আমলানির্ভর হয়ে পড়েছে বলে দাবি করেন তারা।

জোটটির নেতারা বলেন, গতকালের নির্বাচনেও সরকার দলীয় নেতাকর্মীরা প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে। আওয়ামী লীগ দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ রাখেনি।

/এমএন

Exit mobile version