ঘরজুড়ে ঘুরে বেড়ানোর কথা ছিল ১৫ মাস বয়সী আদিয়াতের। কিন্তু জটিল রোগে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। স্পাইনাল মাঙ্কিউলার এট্রোফি রোগে আক্রান্ত এই শিশু।
বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন আদিয়াত। তার চিকিৎসার জন্য সুইজারল্যান্ডের নোভারটিস কোম্পানির একটি ইনজেকশন প্রয়োজন। যেটির দাম প্রায় ২২ কোটি টাকা। তবে, আলোচনার মাধ্যমে এটি অর্ধেক মূল্যে কেনা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কিন্তু এই টাকার জোগান দিতে পারছেন না আদিয়াতের বাবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিনহাজুর রহমান। নিরুপায় হয়ে সন্তানের জীবন রক্ষায় সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানো যাবে এই ঠিকানায়—
হিসাবের নাম: মো. মিনহাজুর রহমান, হিসাব নম্বর : ৪৪২৬৩০১০২৮০৯৩, রাউটিং নম্বর : ২০০২৭৫৭১৪, রমনা করপোরেট শাখা, সোনালী ব্যাংক। মোবাইল : ০১৭১৬৫৮৯৪৩৯।
Leave a reply