ইমার্জিং এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

|

মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ২১ রানে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল উঠে গেছে সেমিফাইনালে।

মঙ্গলবার (১৮ জুলাই) কলম্বোর পি সারা ওভাল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক সাইফ হাসান। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে টাইগাররা। জাকির হাসানের ব্যাট থেকে আসে ৬২ রান। ছয়ে নেমে সৌম্য সরকার করেন ৪২ বলে ৪৮। শেষ দিকে ১৯ বলে ৩৬ রানের ক্যামিও খেলেন শেখ মেহেদী। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন মোহাম্মদ সালিম সাফি।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ‘এ’ দল ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে। জয়ের কাছাকাছি গেলেও তাদের পরাজয় বরণ করতে হয় ২১ রানে। আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন রিয়াজ হাসান। এছাড়া, বহির শাহ অপরাজিত থাকেন ৫৩ রানে। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। অফস্পিনার শেখ মেহেদী ২ উইকেট শিকার করেন। ‘অলরাউন্ডার’ সৌম্য সরকারও তুলে নেন ২ উইকেট।

এ জয়ের ফলে অলিখিত কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হয়ে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ উঠে গেল ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে। সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের ভারত অথবা পাকিস্তান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply