মাহফুজ মিশু:
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনও একলা চলো নীতিতে রয়েছে জাতীয় পার্টি। শেষ মুহূর্তে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে, আওয়ামী লীগ নাকি বিএনপির সাথে থাকবে জাপা। দলটির চেয়ারম্যান জি এম কাদের এ কথা বললেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জি এম কাদের আরও বলেন, ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং রাজনৈতিক পরিস্থিতি বুঝার চেষ্টা করছি। সাংগঠনিকভাবে আমরা নিজেদের গড়ে তোলার চেষ্টা করছি। শেষ মুহূর্তে সব পরিষ্কার হবে, তখন আমরা দেশ ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিবো।
দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে জনগণের হতাশা বাড়ছে বলে দাবি জাপা চেয়ারম্যানের। বললেন, অনিশ্চিয়তা নিয়ে আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি। যেটা কারও জন্য ভালো না। সাধারণ জনগণের মধ্যে হতাশার চিত্র আমরা দেখতে পাচ্ছি। একই সাথে ভয়ও দেখতে পাচ্ছি তাদের মধ্যে।
সংকট সমাধানে বড় দুই দলের মধ্যে কার্যকর আলোচনাতেই সমাধান বলে মনে করেন জি এম কাদের। বলেছেন, সংলাপে বিশ্বাস করা ছাড়া বিকল্প কী আছে? নয়তো যুদ্ধে যেতে হবে। আমরা তো যুদ্ধে যেতে চাচ্ছি না। যুদ্ধ হওয়া দেশের কারও জন্য ভালো নয়। যদিও আমরা বুঝতে পারছি, উনারা কেউ-ই সংলাপের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। তবে, চাপ সৃষ্টিকারী কোনো শক্তি মধ্যস্থতা করলে হয়তো সংলাপ হতে পারে।
ভোট ও জোটের রাজনীতিতে জাতীয় পার্টি যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তা-ও স্মরণ করিয়ে দেন জি এম কাদের।
/এমএন
Leave a reply