কোনো ঘটনা ঘটলে দূতাবাস মিডিয়াকে বিবৃতি দেয় কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয় না; এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৯ জুলাই) দুপুরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন। এ সময়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হামলার ঘটনায় দূতাবাসের বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় নিরীহ মানুষের মৃত্যুতে জাতিসংঘ কখনও কোনো বিবৃতি দেয় না। এখন কেন দিচ্ছে?
তিনি আরও বলেন, অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ওদের দেশে এত মানুষ গুলিতে মরে, কেউ দলবেধে বিবৃতি দেয়? বাংলাদেশকে মগের মুল্লুক পেয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনার তদন্ত হচ্ছে। যারা নির্বাচন চায় না তারাই এ ঘটনা ঘটাচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলায় পশ্চিমা মিশনগুলোর নিন্দা ও তদন্তের দাবি
/এম ই
Leave a reply