মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

|

ছবি: সংগৃহীত

এ বছর মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ছুটি বাতিলের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এই ছুটি আসছে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলে জানান ডা. দীপু মনি।

১৯ জুলাই, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের দরুন ইতোমধ্যে একাধিকবার বন্ধ ছিল। এতে করে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, সেটা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান প্রয়োজন। তাই এ মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। পরবর্তীতে এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি হওয়ার কথা ছিল। সরকারের এই সিদ্ধান্তের ফলে সেটা এখন আর থাকছে না।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply