হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিভ্রাট

|

এবার বিভ্রাটের কবলে পড়লো মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বুধবার (১৯ জুলাই) কয়েক ঘণ্টার জন্য বার্তা আদান-প্রদানে বিঘ্ন ঘটে বিশ্বজুড়ে। আর তাতে বিপাকে পড়ে লাখ লাখ ব্যবহারকারী। খবর রয়টার্সের।

মালিক প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, কানেক্টিভিটি সমস্যার শিকার হয়েছে অ্যাপটি। যা দ্রুত ঠিক করে ফেলা হয়।

ওয়েব মনিটরিং সংস্থা ও ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানায়, বিশ্বের বিভিন্ন স্থান থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারে জটিলতার অভিযোগ যায় মেটার কাছে। সার্ভিসে সমস্যা নিয়ে ১ লাখ ৭৭ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে যুক্তরাজ্য থেকে। যুক্তরাষ্ট্রের ২৬ হাজারের বেশি এবং ভারতের প্রায় ১৫ হাজার ব্যবহারকারীও জানায় অভিযোগ। বিভ্রাটের কারণে কয়েক ঘণ্টায় বড় ধরনের আর্থিক ক্ষতিও হয়েছে মেটার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply